১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৫

রংপুর অঞ্চলে মৃদু ভূমিকম্প

রংপুর প্রতিনিধি:

রংপুর অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬৭। আর ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের গৌড়িপুর থেকে ১২ কিলোমিটার দূরে বলে জানিয়েছে আর্থকোয়ার্ক ট্র্যাক ডটকম।

প্রায় একই সময় উত্তরের জেলা দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং নীলফামারীতেও ভূকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা কম থাকলেও তাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ঘর থেকে বের হয়ে রাস্তায় অসেন। তবে ভূমিকম্পের ফলে রংপুর অঞ্চলের কোথাও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৮ ৯:৫১ পূর্বাহ্ণ