২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:০৪

উত্ত্যক্ততা ও নির্যাতন: বুয়েটের তদন্ত কমিটির ৩ শিক্ষককে হাই কোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার হাইকোর্ট এক আদেশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন ছাত্রীকে ইভটিজিং এবং এক ছাত্রকে শারীরিক নির্যাতন করার ঘটনায় তিন শিক্ষককে তলব করেছেন । বুয়েটের তিন শিক্ষক হলেন- ড. রৌশন মমতাজ, মো . মকসুদ হেলালী, মো কামরুল আহসান। এই তিন শিক্ষককে ২৪ জানুয়ারি আদালতে হাজির হয়ে ওই ঘটনায় তৈরি করা প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ৭:৪৮ অপরাহ্ণ