১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০১

রাজশাহীতে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী প্রতিবেদক:

রাজশাহী নগরীতে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর শিরোইল কলোনী এলাকা থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর মতিহার থানার মিরকামারি এলাকার বেলাল হোসেনের স্ত্রী জেসমিন ওরফে বিবিজান (৩৮) ও নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা জামালপুর এলাকার লিয়াকত আলীর ছেলে শওকত আলী (৩৯)।

এর আগে দুপুরে আরএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে হাজির করা হয় ওই দু’জনকে। এসময় আরএমপির উপকমিশনার (পূর্ব) আমির জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শিরোইল কলোনি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ১১ হাজার পিস ইয়াবাসহ জেসমিন এবং শওকতকে গ্রেফতার করে। আরএমপিতে ইয়াবা উদ্ধারের এটিই সর্বোচ্চ রেকর্ড।

তিনি বলেন, জেসমিন ও শওকত দু’জনেই বড় ধরনের মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া ও মতিহার থানায় আলাদা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ৮:১০ অপরাহ্ণ