১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৪

নিউজিল্যান্ড সফরে থাকতে পেরে আনন্দিত স্টোকস

স্পোর্টস ডেস্ক:

গেল সেপ্টেম্বরে ব্রিস্টলে নাইট ক্লাবের সামনে মারামারি ঘটনায় বেশ ভুগতে হচ্ছে ইংলিশ অল রাউন্ডার বেন স্টোকসকে। সেই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে। তবে, এর মধ্যেও ক্রিকেটে ফেরার সম্ভাবনা দেখা গিয়েছিলো। আসন্ন নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে স্থান পেয়েছিলেন ২৬ বছর বয়সী এ অল রাউন্ডার। কিন্তু ঝামেলা তার পিছু ছাড়েনি। সোমবার দীর্ঘ তদন্ত শেষে ‘শান্তিভঙ্গের’ বা ‘হাঙ্গামা’র জন্য তাকে দায়ী করে আনুষ্ঠানিক অভিযোগপত্র দায়ের করেছে ইংল্যান্ডের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)। ফলে আবারও বিপত্তি।

তবে, নতুন সংবাদ হচ্ছে, নিজেদের সেরা এই অল রাউন্ডারকে নিউজিল্যান্ড সফরের জন্য দলে রেখে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সিপিএস অভিযোগ দায়েরের পর স্টোকসকে নিউজিল্যান্ড সফরে দলে রাখা হবে কিনা এনিয়ে বৈঠকে বসেছিল নির্বাচকরা। শেষ পর্যন্ত এই অলরাউন্ডারকে দলের সঙ্গে রাখা হয়েছে। বুধবার ইসিবি ফেব্রুয়ারির নিউজিল্যান্ড সফরের জন্য ইংল্যান্ড স্কোয়াডে স্টোকসকে পুনরায় নির্বাচন করে। আর দীর্ঘ প্রতীক্ষা শেষে জাতীয় দলের হয়ে মাঠে ফিরতে পারবেন বলে খুবই উদ্দীপ্ত ইংল্যান্ডের হয়ে ৩৯ টেস্ট খেলা স্টোকস। ‘খুবই আনন্দিত’ স্টোকস এক টুইটার বার্তায় লিখেছেন, ‘আমি বুকে তিন সিংহ নিয়ে বের হওয়ার অপেক্ষায় উদগ্রীব। দেশের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য আমার জীবনের সেরা মুহূর্ত। ইংল্যান্ডের শার্ট পড়ে মাঠে নামা সবসময় বিশেষ সুযোগ ও সম্মানের। পুনরায় এ সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।’

স্টোকসকে স্কোয়াডে নেয়ার প্রসঙ্গে এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘বিচারের জন্য সম্ভাব্য দীর্ঘসময়ের কারণে স্টোকসকে অনির্দিষ্ট কালের জন্য দলে বাইরে রাখা অন্যায্য।’ ব্রিস্টলের মারামারির ঘটনায় এরই মধ্যে স্টোকস ওয়েস্ট ইন্ডিজের সাথে ২টি ওয়ানডে, অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজ খেলতে পারেনি। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজটিও খেলতে পারছেন না। আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বিবৃতিতে ইসিবি আরো বলেছে, ‘ইংল্যান্ডের নির্বাচক, ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের জানানো হয়েছে। স্টোকসও ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে টি-টুয়েন্টি স্কোয়াডে থাকার প্রত্যাশা করছে।’

ইংলিশ এ অল রাউন্ডার ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড স্কোয়াডে যোগ দেবেন। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের সঙ্গে অন্য দল অস্ট্রেলিয়া। ত্রিদেশীয় সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুইটি টেস্ট খেলবে ইংল্যান্ড।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ৩:১৫ অপরাহ্ণ