১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬

মিরপুরে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। ওই যুবকের নাম ফরিদ মিয়া (২২)। তিনি মণিপুর এলাকার ৬০৪ নম্বর বাসার কেয়ারটেকারের চাকরি করতেন।

বৃহস্পতিবার ভোরে তার লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিরপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোরে ওই বাসার সামনে তার লাশ উদ্ধার করা হয়। বাড়ির মালিক পুলিশকে জানিয়েছেন, রাতে গেট তালা দিয়ে ফরিদ ঘুমিয়ে পড়েন। কিন্তু কীভাবে তিনি নিহত হলেন, তা জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ৩:১৮ অপরাহ্ণ