২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৪৪

মুসলমানদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করছে সৌদি: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মিত্রতা গড়ে সৌদি আরবের শাসক গোষ্ঠী মুসলমানদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাজধানী তেহরানে ইসলামিক দেশগুলোর সংসদীয় প্রতিনিধিদের এক সম্মেলনে স্বাগত বক্তব্যে এই মন্তব্য করেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

খামেনি তার ব্যক্তিগত ওয়েব সাইটে আরও বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় ভুল ও ব্যর্থতা’। পবিত্র শহর জেরুজালেম অবশ্যই ফিলিস্তিনের রাজধানী। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ওয়াশিংটনের সিদ্ধান্ত কেবলই বৃথা হবে। বক্তৃতায় খামেনি ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ভূমি দখল ও ট্রাম্পের সমালোচনা করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ২:১৬ অপরাহ্ণ