২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪০

মেক্সিকোর গণকবরে ৩২ লাশ

আন্তর্জাতিক ডেস্ক:

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য নায়ারিতে একটি গণকবর থেকে ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রসিকিউশনের অফিসের এক কর্মকতা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান। তিনি বলেন, গ্রামীণ এলাকায় একটি কলা বাগানের অদূরে শনিবার প্রথম গণকবরটি সনাক্ত করা হয়। সেখানে নয়টি লাশ ছিল।

সূত্রটি আরও জানায়, পাশেই অপর দুটি গণকবর সনাক্ত করা হয়েছে। এসব কবরের লাশ প্রায় সম্পূর্ণই পচে গেছে। পরে একই অফিসের অপর সূত্র থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত গণকবর থেকে ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ২:১৯ অপরাহ্ণ