আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি সতর্ক করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বেড়ে চলা সম্পর্ক মুসলিম উম্মাহর জন্য বিরাট হুমকি। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা(ওআইসি)’র ১৩তম আন্তসংসদীয় সম্মেলনে গতকাল বুধবার তিনি এ কথা বলেছেন।
রাজা রব্বানি বলেছেন, ফিলিস্তিনের পবিত্র শহর জেরুজালেমের আইনগত ও ঐতিহাসিক মর্যাদা পাল্টে দেয়ার বিষয়ে মার্কিন পরিকল্পনার তীব্র বিরোধিতা করে পাকিস্তান। জেরুজালেমেকে ইসরায়েলের রাজধানী ঘোষণা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের চরম লঙ্ঘন বলেও তিনি মন্তব্য করেন। রাজা রব্বানি বলেন, ‘জেরুজালেম ইস্যুতে জাতিসংঘে পাস হওয়া প্রস্তাবের কারণে যুক্তরাষ্ট্র পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করেছে এবং মুসলিম বিশ্বকে বিষয়টি উপলব্ধি করতে হবে। আজ ইরান ও পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। কাল অন্য কোনো দেশকে চাপ দেবে। এ অবস্থায় আমাদেরকে অবশ্যই সাম্প্রদায়িক ও আদর্শিক মতভেদের ঊর্ধ্বে উঠতে হবে।’
সম্মেলনে দেয়া বক্তৃতায় রাজা রব্বানি বলেন, ‘আমি মুসলিম দেশগুলোর মধ্যে নানা ক্ষেত্রে বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে বহুমুখী সহযোগিতা গড়ে তোলার প্রস্তাব করছি।’
দৈনিকদেশজনতা/ আই সি