নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামে গত ২ দিনে তাপমাত্রা কমে একটু রোদ দেখা দিয়েছে। তবে এখনো কমেনি শীতের তীব্রতা। এর মধ্যে বৃহস্পাতিবার থেকে আবারও শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় এখানে ঠান্ডা বেড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সূর্যের দেখা পাওয়া যায়।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নজরুল ইসলাম মোল্লা জানান, বৃহস্পতিবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা বিগত দিনের চেয়ে তাপমাত্রা বাড়ছে। বৃহস্পতিবার ঘন কুয়াশা বিরাজ করায় ঠান্ডা বেশি অনুভূত হয়েছে বলেও জানান তিনি।
ঠান্ডা বেড়ে যাওয়ার সঙ্গে এখানে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। বুধবার ৮ ঘণ্টার ব্যবধানে ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন রাজীবপুর উপজেলা সদর ইউনিয়নের বালিয়ামারী ১নং ওয়ার্ডে দুই বৃদ্ধা ঠান্ডাজনিত রোগে মারা গেছেন।
ওই এলাকার সাবেক ইউপি মেম্বার ফরিজল হক জানান, তার এলাকায় ঠান্ডাজনিত রোগে মারা গেছেন দুই বৃদ্ধ। এরা হলেন- বালিয়ামারী ব্যাপারী পাড়ার জেলে সামছুল হক ব্যাপারী (৭০) ও বালিয়ামারী আদর্শ গ্রামের দিনমজুর জিলিম বকশ (৬৮)।
কুড়িগ্রামের জনপদে ঠান্ডার তীব্রতা থেকে রক্ষার জন্য ছিন্নমূলসহ গ্রাম-গঞ্জের মানুষরা খড়কুটোর উপরেই অনেকটা নির্ভর করছে। বিছানা থেকে উঠেই তারা অনেকটা সময় পার করছেন আগুন পোহানোয়।
দৈনিক দেশজনতা /এমএইচ