১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:৩৩

কেরানিগঞ্জে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক:

কেরানিগঞ্জে একটি খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন। বাবুবাজার ব্রিজের উপারে কেরানিগঞ্জের কদমপুরে খাবারবাড়ি হোটেলে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- হোটেলের বাবুর্চি মো. হাবীব(৩০), তার বাড়ি বরিশালের গোবিন্দপুর এবং কর্মচারী সুমন(২৬), তার বাড়ি সিলেটের ছাতকে।

জানা যায়, বৃহস্পতবিার সকালে হোটেলে রান্নার কাজ করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে হাবীব ও সুমন দগ্ধ হন। হোটেলের মালিক ওলিউল্লাহ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৯টার দিকে নিয়ে আসেন।

ঢাকা মেডিকে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন তাদের শরীরের ১৫-২০ শতাংশ করে পুড়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ১:২৫ অপরাহ্ণ