১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:১৮

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক:

উৎপাদন কমানোয় বিশ্ববাজারে অশোধিত ব্রেন্ট তেলের দাম বেড়েছে। গত সোমবার ব্যারেলপ্রতি বিক্রি হয়েছে ৭০ ডলারে। যা গতকাল মঙ্গলবারও অব্যাহত ছিল। আর এতে সুফল পাচ্ছে রফতানিকারক দেশগুলো।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়ার উৎপাদন কমানোর পর থেকেই দাম ক্রমান্বয়ে বাড়তে থাকে। যদিও যুক্তরাষ্ট্র ও কানাডায় তেল উত্তোলন কার্যক্রম বেড়েছে, যা আগামী দিনে উৎপাদন আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৭, ২০১৮ ১:২৬ অপরাহ্ণ