১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

রাজশাহীতে বিশেষ অভিযানে আটক ৪৩

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য জানিয়েছেন।

ইফতেখায়ের আলম জানান, বোয়ালিয়া মডেল থানা ২১ জন, রাজপাড়া থানা আটজন, মতিহার থানা ছয়জন, শাহমখদুম থানা দুইজন, আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) ছয়জনকে আটক করেছে। এদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি। আর সাতজনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে আটক করা হয়েছে আরও ২০ জনকে।

পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, অভিযানে বেশকিছু পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। আটক সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চলবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১৭, ২০১৮ ১:২৮ অপরাহ্ণ