২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

মরিশাসে যেকোনো ধরণের কর্মী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, মরিশাসের চাহিদা অনুযায়ী যেকোনো সময় যেকোনো ধরণের কর্মী প্রেরণের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার মরিশাসের স্টেট হাউজে দেশেটির রাষ্ট্রপতি ড. আমেনা গারিব-ফাকিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে তিনি একথা বলেন।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তিনি মরিশাসের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানান। মন্ত্রী বাংলাদেশ থেকে মরিশাসে আরও কর্মী নেয়ার জন্য তাকে অনুরোধ জানান। বিগত দিনে বাংলাদেশ থেকে কর্মী নেয়ায় তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে মরিশাসের রাষ্ট্রপতি ড. আমেনা গারিব-ফাকিম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নতিসহ সর্বক্ষেত্রে উন্নয়ন প্রসংশনীয়।

রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশ থেকে আরও কর্মী নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরী, উপসচিব মো. যাহিদ হোসেন, মরিশাসে অবস্থিত শ্রম কল্যাণ উইং এর প্রথম সচিব মো. অহিদুল ইসলাম।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১৪ থেকে ২০ জানুয়ারি মরিশাস ও সেশেলস দ্বীপপুঞ্জ সফরের উদ্দেশ্যে বর্তমানে মরিশাসে অবস্থান করছেন। প্রতিনিধিদলটি আগামী ২৩ জানুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে বাংলাদেশ থেকে মরিশাসে কর্মী পাঠানো হচ্ছে। ২০১৭ সালে কর্মীদের স্বার্থ সুরক্ষা ও কল্যাণার্থে মরিশাসে শ্রম কল্যাণ উইং চালু করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৭, ২০১৮ ১:২১ অপরাহ্ণ