১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

৭৫ রানে ওপেনিং জুটি ভাঙল জিম্বাবুয়ের

নিজস্ব প্রতিবেদক:

ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭৭ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ওয়ানডে ক্রিকেটে মিরপুরে এটি ১০০তম ম্যাচ।

ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৭৫ রানের পার্টনারশি গড়েন হ্যামিলটন মাসাকাদজা ও সলোমন মিরে। ইনিংসের ১৩তম ওভারে থিসারা পেরেরার বলে কুসল মেন্ডিসের হাতে ক্যাচ হন সলোমন মিরে। ব্যক্তিগত ৩৪ রান করে ফিরে যান তিনি।

সিরিজে শ্রীলঙ্কা আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে। অন্যদিকে, জিম্বাবুয়ের আজ দ্বিতীয় ম্যাচ। গত ১৫ জানুয়ারি সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কাছে আট উইকেটে হেরেছিল তারা।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, কুসল পেরেরা, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কুসল মেন্ডিস, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল, ওয়ানিদু হাসারাঙ্গা, দুশমান্থ চামিরা।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মায়ার, পিটার মুর, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষ), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জারভিস, টেন্ডাই সাতারা, ব্লিজিং মুজারাবানি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১৭, ২০১৮ ১:১২ অপরাহ্ণ