২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:০৯

রাখাইনে পুলিশের গুলিতে ৭ বিক্ষোভকারী নিহত

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারের সংকটপূর্ণ রাখাইন রাজ্যে পুলিশের গুলিতে অন্তত সাত বিক্ষোভকারী নিহত এবং ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার রাজ্যের উত্তরাঞ্চলীয় ম্রাউক ইউ শহরে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, আরাকানি বলে পরিচিত ওই বৌদ্ধ বিক্ষোভকারীরা তাদের আরাকান রাজত্বের পতনের বার্ষিকী পালন করতে জড়ো হয়েছিল। পুলিশ তাতে বাধা দিলে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

রাখাইন রাজ্য সরকারের সেক্রেটারি তিন মং সোয়ে রয়টার্সকে বলেন, দুইশ বছর আগে আরাকান রাজত্বের পতন ঘটে। প্রায় চার হাজার বিক্ষোভকারী ওই রাজত্বের পতনের বার্ষিকী উদযাপন শেষে একটি সরকারি ভবন ঘিরে ফেলে। কিন্তু আয়োজনকারীরা এর জন্য কোনো অনুমতি নেয়নি।

তিনি জানান, প্রথমে পুলিশ রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে। কিন্তু তাতেও কাজ না হওয়ায় পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। স্থানীয় সংসদ সদস্য তুন থায়ের সেইন বলেছেন, গুরুতর আহতদের রাজ্যের রাজধানী সিত্তে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর মিয়ানমারে নিবন্ধিত যে ১৩৫টি নৃগোষ্ঠী রয়েছে, আরাকানিরা তাদের মধ্যে একটি, যাদের এক সময়কার শক্তিশালী আরাকান রাজত্বের সঙ্গে যোগসূত্র রয়েছে।

উল্লেখ্য, রাখাইন রাজ্যের মুসলিম রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর বর্বর নির্যাতন নিয়ে যখন উত্তেজনা চলছে তখন এ ধরনের ঘটনা ঘটল। বার্মিজ সেনাদের জাতিগত নিধন অভিযানের শিকার হয়ে সাড়ে ৬ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। নিহত হয়েছে কয়েক হাজার।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১৭, ২০১৮ ১:১৪ অপরাহ্ণ