১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

চালকবিহীন হেলিকপ্টার আনলো ইনটেল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

চালক ছাড়াই যাত্রী নিয়ে উড়াল দেবে হেলিকপ্টার। পৌঁছে দিয়ে আসবে নির্ধারিত গন্তব্যে। এমন একটি চালকবিহীন স্বয়ংক্রিয় হেলিকপ্টার উদ্ভাবন করলো প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল।

যুক্তরাষ্ট্রের লাগ ভেগাসে ৯ থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হলো কনজ্যুমার ইলেকট্রোনিক্স শো। তথ্যপ্রযুক্তির বড় এই প্রদর্শনীতে ইনটেল তাদের এই স্মার্ট হেলিকপ্টারটি প্রদর্শন করে। আদতে এটি একটি ড্রোন। তবে এটি যাত্রী বহন করতে সক্ষম।

হেলিকপ্টারটিতে ১৮ টি রোটর রয়েছে। এই এয়ার ট্যাক্সির মডেল ভোলোকপ্টার ভিসি টু এক্স। এটি তৈরি করেছে একটি ৫০ সদস্যের জার্মান স্টার্টআপ। ভোলোকপ্টার ভিসি টু এক্স এ একটানা ৩০ মিনিট ভ্রমণ করা যাবে। এটি একটানা ১৭ কিলোমিটার পথ পাড়ি দেয়া যাবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১৭, ২০১৮ ১:১০ অপরাহ্ণ