১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৩

শাহজালাল বিমানবন্দর থেকে নিষিদ্ধ ভায়াগ্রা স্প্রে আটক

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ১০০ প্যাক ভায়াগ্রা স্প্রে এবং ১৭০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার গভীর রাতে কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজের কেডব্লিউ-২৮৩ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব জিনিস উদ্ধার করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা রাতে ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি রাখে। এ সময় ৩ নম্বর বেল্ট থেকে ২টি লাগেজসহ যাত্রী সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার লাগেজ ২ টি খুলে এগুলো পাওয়ার পর তা জব্দ করা হয়।

ড. মইনুল খান জানান, আটককৃত সিগারেটগুলো থ্রি জিরো থ্রি ব্র্যান্ডের। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপান বিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ভায়াগ্রাও আমদানি করা নিষিদ্ধ।

আটককৃত সিগারেট ও ভায়াগ্রাগুলো শুল্ক আইনে আটক করা হয়েছে বলে জানান তিনি

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৭, ২০১৮ ১:০৬ অপরাহ্ণ