এক্সিকিউটিভ, কিউএ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তবে, কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি/রসায়ন/ফলিত রসায়ন/প্রাণরসায়ন বিষয়ে মাস্টার্স উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। অনভিজ্ঞ প্রার্থীরা এই পদে আবেদনের সুযোগ পাবেন। চাকরির বয়সসীমা ২৫ থেকে ৩০ বছর। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীদের গাজীপুরে নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত ‘তানিন সেন্টার, ৩ আসাদ গেইট, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭’ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা : আগামী ২৫ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

