২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৫

শাহজালালে সোয়া দুই কোটি টাকার স্বর্ণসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া ২ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। ওই যাত্রীর নাম মো. আনোয়ার হোসেন। গত সোমবার রাতে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে আনোয়ার হোসেন শাহজালালে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে মোট ৪ কেজি ২৮৬ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শুল্ক আইনে মামলা দায়ের করার পর বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আনোয়ার হোসেন সোমবার রাতে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে করে শাহজালালে অবতরণ করেন। গোপন সংবাদ থাকায় গ্রিন চ্যানেল পার হওয়ার পরে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও তিনি তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে যাত্রীর কথাবার্তায় অসঙ্গতি পাওয়ায় শুল্ক গোয়েন্দারা তার দেহ তল্লশি করে অন্তর্বাসের ভেতর কালো কাপড়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় এই স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আনোয়ার হোসেন পেশায় একজন লাগেজ ব্যবসায়ী। তিনি ২০১৭ সালে পাঁচবার ও চলতি বছরের জানুয়ারিতে দুইবার ঢাকা-সিঙ্গাপুর যাতায়াত করেছেন। এসব কারণে শুল্ক গোয়েন্দারা তাকে নজরদারী করে। পরে গত সোমবার রাতে তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা। তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন জানিয়েছেন এসব সোনা রেজাউল নামের এক ব্যক্তির। সিঙ্গাপুরে যাতায়াতের টিকিট ও ৫০ হাজার টাকার বিনিময়ে তিনি এ সোনাগুলো বহন করছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০১৮ ৭:১৩ অপরাহ্ণ