১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

সত্যিই কি বলিউডে অভিষেক নিচ্ছেন সুহানা

বিনোদন ডেস্ক:

তিনি বলিউডের প্রথম সারির স্টার কিড (তারকা সন্তান)। কিন্তু, সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে উঠেছেন নিজের গুণেই। তিনি সুহানা খান। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। সম্প্রতি সুহানার একটি ছবি ভাইরাল হয়েছে ওয়েব দুনিয়ায়। সেটা দেখে বলিউড মহলের একটা বড় অংশ মনে করছেন, এবার হয়তো সিনেমা দুনিয়ায় এন্ট্রি(অভিষেক) নেবেন সুহানা।

নাটকে অভিনয় করে ইতিমধ্যেই অনেক শিল্পীর নজর কেড়েছেন সুহানা। স্বয়ং শাবানা আজমি তার প্রশংসা করেছিলেন। কিন্তু শাহরুখ আগেই জানিয়েছিলেন, পড়ালেখা সুহানার কাছে প্রথম প্রাধান্য পাবে। বাবার কথা শুনে এখনও পর্যন্ত পড়ালেখাতেই মনোনিবেশ করেছে সে। লন্ডনে পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। দিন কয়েক আগে একটি বিয়ের অনুষ্ঠানেও সুহানার ছবি ভাইরাল হয়ে যায়। শাহরুখের কাছে এখনও সে ছোট্ট থাকলেও মা গৌরী তাকে ‘ইয়ং অ্যাডাল্ট’ বলতেই পছন্দ করেন। এমন সুহানা সত্যিই কি বলিউডে এন্ট্রি নিচ্ছেন?

কয়েক মাস আগে করণ জোহরের অফিস থেকে বের হতে দেখা যায় সুহানাকে। তখনও একই গুঞ্জন শুরু হয়েছিল। সুহানা তো বটেই, খান পরিবারের কেউই এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি। তবে তার ছবি দেখে অনেকেই বলছেন, খুব তাড়াতাড়ি হয়তো অভিষেক করবেন সুহানা।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০১৮ ৪:১৬ অপরাহ্ণ