২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

মহাকাশের বাস্তব অভিজ্ঞতার সুযোগ দিচ্ছে নাসা

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

মহাকাশের রহস্য নিয়ে অনেক মানুষেরই আগ্রহ রয়েছে। কিন্তু বিশাল এই ব্রক্ষ্মাণ্ড সম্পর্কে বিজ্ঞানীদের জ্ঞানই রয়েছে খুব সামান্য। এই সৌরজগত সম্পর্কেই এখনও নানা গবেষণা চালিয়ে যাচ্ছে নাসা, ইসা, রসকসমস, ইসরো’র মতো শক্তিমান দেশগুলোর মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা।

সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের সিএক্সও (Chandra X-ray Observatory)’র তথ্য সহায়তায় বিশেষ ভিডিও প্রকাশ করেছে। যেখানে দূর মহাকাশের ২২টিরও বেশি নক্ষত্রের দেখাও মিলবে। মিল্কিওয়ে গ্যালাক্সির শুধু নক্ষত্রমণ্ডলই নয়, ভিডিও’তে রহস্যময় ব্ল্যাক হোলের দেখাও পাবেন মহাকাশভক্তেরা। ৩৬০ডিগ্রি ভিডিও হওয়ায় ভিআর বক্স (Virtual Reality Box) দিয়ে স্মার্ট ফোনে দেখলে সবাই পাবেন সত্যিকারের মহাকাশ অভিযানের স্বাদ।

ভিডিওটি গত বুধবার ২৩১ তম এএএস (American Astronomical Society)’এ প্রথম প্রকাশ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। এর মাধ্যমে দেড় আলোকবর্ষ দূরের নক্ষত্র দেখার সুযোগ বাস্তব অভিজ্ঞতা হবে সবার। এমনটাই বলছে নাসা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০১৮ ৩:০৭ অপরাহ্ণ