১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

অভিজ্ঞতা ছাড়াই ইস্টার্ন ব্যাংকে কাজের সুযোগ

ইস্টার্ন ব্যাংক লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি সেলস এক্সিকিউটিভ, কার্ডস ডিভিশন (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলস এক্সিকিউটিভ, কার্ডস ডিভিশন (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)

যোগ্যতা

প্রার্থীকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। অনভিজ্ঞ প্রার্থীরা এই পদে আবেদনের সুযোগ পাবেন। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ছয় মাসের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। এই পদের জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

বেতন

১৪ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে ebl.bdjobs.com- এই ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আগামী ২১ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র : জাগজেবস ডটকম

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জানুয়ারি ১৪, ২০১৮ ১:৫২ অপরাহ্ণ