আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইল শনিবার গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। এছাড়া ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে পণ্য পরিবহণ ক্রসিংও বন্ধ করে দিয়েছে। দেশটির সেনাবাহিনী একথা জানিয়েছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলী যুদ্ধ বিমান মিসর-গাজা সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় রাফাহ অঞ্চলে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিবৃতিতে আরো বলা হয়, ‘সন্ত্রাসী সংগঠন হামাস গাজার সমস্ত অপতৎপরতার জন্য দায়ী। ফিলিস্তিনের নিরাপত্তা সূত্রে বলা হয়েছে, ইসরাইলী হামলায় কেউ আহত হয়নি।
দৈনিক দেশজনতা/এন আর