ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি উপজেলা ম্যানেজার, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রাম পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।
পদের নাম
উপজেলা ম্যানেজার, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রাম
যোগ্যতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীকে অর্থনীতি/সমাজবিজ্ঞান/নৃবিজ্ঞান/শিক্ষা/জনস্বাস্থ্য/নারী ও লিঙ্গ অধ্যয়ন/সমমান বিষয়ে মাস্টার্স উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে দ্বিতীয় বিভাগ/শ্রেণি বা সমমান জিপিএ/সিজিপএ ২.৫০ পয়েন্টে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়সসীমা ৩৫ বছর। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবস ডটকমের মাধ্যম আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগামী ২০ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিডিজবস ডটকম
দৈনিক দেশজনতা /এন আর