১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১০

১৭ বছর পর চলচ্চিত্রে শমী কায়সার

বিনোদন ডেস্ক:

এক সময়কার জনপ্রিয় নায়িকা শমী কায়সার। অভিনয় করেছেন দর্শক নন্দিত বহু নাটকে। কিন্তু ইদানিং তাকে অভিনয়ে দেখায় যায় না। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন শমী। অভিনয় করতে যাচ্ছেন একটি সিনেমায়। ছবির নাম ‘যুদ্ধশিশু’। ছবিটি দিয়ে ১৭ বছর পর সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। এর আগে ২০০১ সালে চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’ সিনেমায় অভিনয় করেন শমী।
বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে শমীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ‘যুদ্ধশিশু’ ছবির পরিচালক শহিদুল হক খান। এদিন ছবিটির শুভ মহরতও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহিদুল হক বলেন, ‘শমী কায়সারের সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি ছবিটিতে কাজ করবেন বলে আমাকে নিশ্চিত করেছেন।’ নির্মাতা শহিদুল জানান, শিগগিরই ‘যুদ্ধশিশু’র শুটিং শুরু হবে। ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনাও রয়েছে এ বছরই। তিনি জানান, কথাসাহিত্যিক মাসুদ হোসেনের উপন্যাস ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ অবলম্বনে নির্মিত ছবিটিতে আরও অভিনয় করবেন পপি, চম্পা, সোহেল রানা, নাদিম খান প্রমুখ।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৩, ২০১৮ ১১:০০ পূর্বাহ্ণ