১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪১

বিসিএলে তাসকিনের দুর্দান্ত বোলিং

স্পোর্টস ডেস্ক

জাতীয় দল থেকে বাদ পড়ার পর চলতি বিসিএলে দুর্দান্ত বোলিং করেছেন গতি তারকা তাসকিন আহমেদ। সিলেটে বিসিবি নর্থ জোনের বিপক্ষে প্রথম ইনিংসে চারটি উইকেট নিয়েছেন তিনি। তাসকিন খেলছেন ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে। এই উইকেট নিতে ২৭.৪ ওভার বল করে ১২২ রান দিয়েছেন তিনি। পাশাপাশি ম্যাচের প্রথম দিন ব্যাট হাতে ৩৬ বলে ৩৪ রান করেন তাসকিন।

সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ চলছে ম্যাচের তৃতীয় দিনের খেলা। বিসিবি নর্থ জোনের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করছে ওয়ালটন সেন্ট্রাল জোন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ১৩১ রান।

গত মঙ্গলবার ম্যাচের প্রথম দিন টস হেরে ব্যাট করতে নামে ওয়ালটন সেন্ট্রাল জোন। প্রথম ইনিংসে তারা ১৮৮ রান করে অলআউট হয়ে যায়। এরপর বিসিবি নর্থ জোন তাদের প্রথম ইনিংসে ৪৫৭ রান করে। দলের পক্ষে জহুরুল ইসলাম সেঞ্চুরি করেন। ১৫৮ রান করে আউট হন তিনি।

দৈনিক দেশজনতা / আই সি

প্রকাশ :জানুয়ারি ১১, ২০১৮ ২:৩৮ অপরাহ্ণ