১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

রংপুরে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলা গোয়েন্দা পুলিশ উত্তর এবং দক্ষিণের পৃথক অভিযানে রংপুর সদর ও পীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম জানান, উত্তরের অফিসার ইনচার্জ একে এম শরিফুল আলম ও তার নেতৃত্বে ডিবি উত্তরের জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালি থানা এলাকায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে হাজিরহাট এলাকায় পাকা রাস্তার পাশে ফেন্সিডিল বিক্রি করার সময় ৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মো. আশরাফুজ্জামান (২৪)কে হাতেনাতে আটক করা হয়।

অপরদিকে, একই দিনে গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণের অভিযানে দক্ষিণের অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমান চৌধুরী‘র নেতৃত্বে ডিবির চৌকস দল পীরগঞ্জ থানাধীন খালাশপীর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. আবু সাঈদ ওরফে সুমন (৩০)কে হাতেনাতে আটক করেছে। এ দুটি মাদকের অভিযানে মাদক উদ্ধার এবং মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় কোতোয়ালি থানা ও পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা / আই সি

প্রকাশ :জানুয়ারি ১১, ২০১৮ ২:৩৩ অপরাহ্ণ