১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৬

ইরানে মৃত্যুদণ্ড থেকে রেহাই পাচ্ছে পাঁচ হাজার বন্দি

আন্তর্জাতিক ডেস্ক:

আইনি শিথিলতায় ইরানে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে যাচ্ছে কয়েক হাজার  অপরাধী। মাদক বিরোধী আইনে কিছু ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিলোপ করেছে দেশটি। এর ফলে মাদক অপরাধের অভিযোগ মৃত্যুদণ্ড প্রাপ্তরা প্রাণে বাঁচার সুযোগ পেতে পারে বলে জানিয়েছে বিবিসি। দেশটির বিচার বিভাগের প্রধান বলেন, মৃত্যুদণ্ডের সকল মামলা নতুন করে পর্যালোচিত হতে পারে।

এর ফলে পাঁচ হাজার বন্দি মৃত্যুদণ্ডের হাত থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা দেখা গেল মূলত।  ইরানে প্রতি বছর কয়েক শত মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বেশির ভাগ ক্ষেত্রেই মাদক অপরাধের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। মাদক গ্রহণ ও পরিমানের ওপর সর্বোচ্চ শাস্তি বিবেচনা করে আগস্টে আইনে শিথিলতা আনার প্রস্তাব আনা হয় ইরানের পার্লামেন্টে। পূর্বের আইনে ৩০ কেজি কোকেন ধরা পড়লেই মৃত্যুদণ্ডের শাস্তি বিধান ছিল দেশটিতে।  সেক্ষেত্রে কোকেনে পরিমান এখন আরও ২ কেজি বাড়ানো হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ডের জন্য আফিম এবং মারজুয়ানার পরিমান দশগুণ বৃদ্ধি করে ৫০ কেজি করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ইরানের বিভিন্ন অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জন্য সমালোচনা করে আসছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। মাদক বিরোধী আইনে শাস্তির শিথিলতার সিদ্ধান্তকে স্বাগত জানান নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটসের মাহমুদ আমিরি মোগাদ্দাম। তিনি বলেন, যদি এ আইন যথাযতভাবে মেনে চলা হয় তাহলে মৃত্যুদণ্ড হ্রাসে বিশ্বজুড়ে সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে।

প্রকাশ :জানুয়ারি ১১, ২০১৮ ২:২৭ অপরাহ্ণ