আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রতিনিধি পরিষদ মঙ্গলবার ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সমর্থন এবং সম্প্রতি বিক্ষোভকারীদের ওপর সরকারের নির্যাতনের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাশ হয়। খবর এএফপি’র।
প্রস্তাবে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানী জনগণের পাশে রয়েছে, যারা নিপীড়িত, দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে বৈধ এবং শান্তিপূর্ণ প্রতিবাদ করছে। এছাড়া প্রস্তাবে ইরান সরকারের মানবাধিকার লংঘনের তীব্র সমালোচনা করা হয়।
গত ২৮ ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত ইরানের বেশ কয়েকটি শহরে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময়ে কমপক্ষে ২১ জন নিহত হয়।
প্রস্তাবে ইরান সরকারকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করে দেশটির প্রতি নতুন নিষেধাজ্ঞা জারি করার করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
দৈনিক দেশজনতা /এন আর