১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১

২৫৮ করে থামলেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক:

মুমিনুল হক ডাবল সেঞ্চুরি করেছিলেন সকালেই। নিজের করা সর্বোচ্চ স্কোর ছাড়িয়ে যেতে পারেননি তখনও। তাই ব্যাট চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে নতুন রেকর্ড গড়লেন তিনি। নিজের ২৩৯ রানের ইনিংস ভেঙে দিলেন লিটল মাস্টার। গড়লেন ২৫৮ রানের নতুন রেকর্ড।

আজ বুধবার প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটাকে ক্যারিয়ার সেরা ইনিংস বানিয়ে আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরের প্রথম রাউন্ড শুরু হয়েছে মঙ্গলবার।

সাভারের বিকেএসপিতে প্রাইম ব্যাঙ্কের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে ইসলামী ব্যাংক ইস্ট জোন। প্রথম দিনই দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মুমিনুল হক। ১৬৯ রান নিয়ে দ্বিতীয় দিন খেলা শুরু করেন। করে ফেলেন ডাবল সেঞ্চুরিও। এরপর ক্যারিয়ারের সেরা ইনিংস গড়ে মাঠ ছাড়েন বাংলাদেশের এই টেস্ট স্পোশালিস্ট ব্যাটসম্যান। ৩৪৪ বল খেলে করেন ২৫৮ রান। এতে ২৩টি বাউন্ডারি আর তিনটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

এর আগে ২০১৫-১৬ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে ২৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মুমিনুল।

 

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ৬:০৪ অপরাহ্ণ