বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
গতকাল ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক পণ্যের প্রদর্শন প্রোগ্রাম কনজিউমার ইলেকট্রুনিক শো। আর এই ইভেন্টে সামনে রেখে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং তাদের বিশাল টিভি উন্মুক্তের ঘোষণা দিয়েছে।
এই টিভির আকার এতটাই বড় যে, পুরো দেয়ালজুড়ে থাকবে এই টিভি। আর এজন্য এই টিভির নাম দেয়া হয়েছে ‘দ্য ওয়াল’। ‘দ্য ওয়াল’ টিভির ডিসপ্লে সাইজ ১৪৬ ইঞ্চি এবং ৪ কে রেজ্যুলেশনের। নতুন এই টিভির ডিসপ্লেতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার নাম ‘মাইক্রো এলইডি’ প্রযুক্তি। ডিসপ্লে প্রযুক্তিতে প্রথমে ছিল এলইডি এরপর ধারাবাহিকভাবে ওএলইডি, কোয়ান্টাম ডট এবং এখন এই মাইক্রো এলইডি।
স্যামসাং জানিয়েছে, এই টিভিতে ছবি আরও দারুণভাবে উপভোগ করা যাবে। বিশেষভাবে এইচডিআর কনটেন্ট দেখা যাবে ভালোভাবে। ‘দ্য ওয়াল’ টিভিতে উল্লেখযোগ্যভাবে ব্রাইটনেস ও কনট্রাস্ট উন্নত করা হয়েছে। এসব ছাড়াও আরও অনেক প্রযুক্তি যুক্ত করা হয়েছে এই টিভিতে। তবে দামের ব্যাপারে এখনও কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। প্রিয়টেক।
দৈনিকদেশজনতা/ আই সি