আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশটির সর্বোচ্চ আদালতের রায়ে প্রধানমন্ত্রী এবং জন প্রতিনিধিত্বের জন্য অনুপযুক্ত ঘোষিত হয়েছেন শেষ বছরে। এমনকি রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রচারণা থেকেও তাঁকে বিরত থাকতে হবে। ফলে তাকে ‘বিদ্রোহের দিকে’ ঠেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ।
নিজের বর্তমান এই অবস্থাকে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে তুলনা করেছেন নওয়াজ। মঙ্গলবার ইসলামাবাদে পাঞ্জাব হাউসে জড়ো হওয়া একদল আইনজীবীদের সঙ্গে নওয়াজ শরিফ বলেন, ‘ রাষ্ট্র কর্তৃক তাকে আলাদা করে ফেলা আর ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীন হওয়ার পটভূমির মিল রয়েছে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন হতে বাধ্য করেছি আমরাই।’ মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
নওয়াজ ছিলেন নির্বাচিত প্রধানমন্ত্রী। কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হয়। ভোটে নির্বাচিত জনপ্রিয় নেতাদের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর না করার পরিণতি প্রসঙ্গে নওয়াজ বলেন , ‘শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না, কিন্তু তাকে বানানো হয়েছে।’
১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পাকিস্তান সৃষ্টিতে বাঙালিদের একটি কেন্দ্রীয় ভূমিকা ছিল। কিন্তু আমরা তাদের সঙ্গে সঠিক আচরণ করিনি এবং আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছি। বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি নিয়ে বিচারপতি হামুদুর রহমান কমিশন একটি সততাপূর্ণ ও স্পষ্ট পর্যালোচনা তৈরি করেছিলেন। কিন্তু আমরা তা পড়েই দেখিনি।’
দৈনিক দেশজনতা /এমএইচ