১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩০

মুমিনুলের ডাবল সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক:

ত্রিদেশীয় সিরিজে জায়গা হয়নি তার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্যই নিজেকে তৈরি করার মানসিকতা নিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলতে নেমেছিলেন মুমিনুল হক। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফার্স্ট ক্লাস ক্রিকেট লিগটিতে বুধবার ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। অপরাজিত থেকে এগিয়ে চলেছেন তিনি। মুমিনুলের সামনে নিজের আগের ব্যক্তিগত সর্বোচ্চ রানকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি।

বিকেএসপির চার নম্বর ক্রিকেট গ্রাউন্ডে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে মঙ্গলবার প্রথম দিন শেষে ১৬৯ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। ডাবল সেঞ্চুরির হাতছানি নিয়েই বুধবার খেলা শুরু করেন বাংলাদেশের ব্র্যাডম্যান খ্যাত ছোটখাটো গড়নের এই ক্রিকেটার। ২৫৫ বলে ২০০ রান পূরণ করেন মুমিনুল।

ষষ্ঠ উইকেট জুটিতে জাকির হোসেনকে নিয়ে ২৩৩ রানের জুটি গড়েন মুমিনুল। ১১৯ রান করে জাকির ফিরে গেছেন। তবে ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে এগিয়ে চলেছেন মুমিনুল। এই প্রতিবেদন লেখার সময় মুমিনুলের রান ২১৮। এখন পর্যন্ত ২টি ছক্কা ও ১৯টি চার হাঁকিয়েছেন তিনি। মুমিনুলের আগের সর্বোচ্চ রান ২৩৯। পূর্বাঞ্চলের রান দাঁড়িয়েছে ৬ উইকেটে ৪৭৬ রান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ১২:৫৫ অপরাহ্ণ