১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

সোবহান-আজহার-কায়সারের আপিল মামলা কার্যতালিকায়

নিজস্ব প্রতিবেদক:

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদ-ের বিরুদ্ধে আনা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, ও মাওলানা আবদুস সুবহান এবং জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ কায়সারের আপিল মামলা শুনানির জন্য আজ বুধবার আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে।
সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাচঁ সদস্যের আপিল বিভাগ বেঞ্চে আজ শুনানির জন্য মামলার কার্যকালিকায় জামায়াত নেতা আজহারের আপিল মামলা ৩৪ নং ক্রমিকে ও সুবহানের মামলা ৩৬ নং এবং জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী কায়সারের আপিল মামলা ৩৫ নং ক্রমিকে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ১২:৫২ অপরাহ্ণ