১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৮

২০২০ সালের নির্বাচনে উইনফ্রেকে হারাব আমি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

হোয়াইট হাউজের উত্তরাধিকারী হবার দৌড়ে জনপ্রিয় মার্কিন উপস্থাপিকা অপ্‌রা উইনফ্রেকে আহবান জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি দারুন মজাদার হবে।  অভিবাসন নীতি সংস্কার নিয়ে মার্কিন সিনেটরদের সাথে বৈঠক শেষে ট্রাম্প বলেন, ২০২০ সালের নির্বাচনে অবশ্যই তাকে (উইনফ্রে) আমি হারাব। বিবিসির সংবাদ

এদিকে রোববারের গোল্ডেন গ্লোবস পুরস্কারের আসরে উইনফ্রের বক্তৃতার  প্রশংসা করেছেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প। এদিন যুক্তরাষ্ট্রের গোল্ডেন গ্লোবস পুরস্কারের আসরে সেসিল বি দেমিল অ্যাওয়ার্ড জিতে নেন অপ্‌রা। পুরস্কার গ্রহণের পর অপ্‌রা গোল্ডেন গ্লোবসের মঞ্চে বক্তব্য রাখেন। বক্তৃতার পর অনেকেই আশা করছেন তিনি রাজনীতিতে নাম লেখাবেন ও যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বক্তৃতায় উইনফ্রে বর্ণবাদ ও যৌন হয়রানির বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে সোচ্চার হন। তিনি বলেন ‘যৌন হয়রানিকারীদের দিন শেষ’।

এরপরই সামাজিক মাধ্যমগুলোতে অপ্‌রার বক্তৃতা নিয়ে আলোচনা শুরু হয়। অসংখ্য মানুষ জানান অপ্‌রার শক্তিশালী বক্তৃতাটি তাদেরকে ছুঁয়ে গেছে। তারা আশা করেন অপ্‌রা উইনফ্রের মতো একজন সহানুভূতিশীল বিবেচক মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসবেন। এ দিকে উইনফ্রের একজন শুভাকাঙ্ক্ষী বলেন, তিনি ২০২০ সালের মার্কিন নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বীতা করার ব্যাপারে আশাবাদী।  কাকতালীয় ব্যাপার হচ্ছে দুই দশক আগে সিএনএনের সাথে এক ইন্টারভিউতে ডোনাল্ট ট্রাম্প বলেছিলেন, যদি কখনো প্রেসিডেন্ট পদে নির্বাচন করি তবে সহকারী হিসেবে উইনফ্রেকেই আশা করব।

২০১৫ সালে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দেয়ার এক সপ্তাহের মধ্যেই নিজের সহকারী প্রেসিডেন্ট পদের জন্য উইনফ্রেকেই পছন্দ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, আমি মনে করি এর জন্য উইনফ্রে সবচেয়ে বেশি উপযুক্ত। আমি তাকে পছন্দ করি। আশা করি, সহজেই সে জিতে আসবে। কিন্তু সে বছর রাজনীতির মাঠে উইনফ্রেকে দেখা না গেলেও মার্কিন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তাকে নিয়ে আবারও শুরু হল জল্পনা কল্পনা।

উইনফ্রের দীর্ঘ দিনের সঙ্গী স্টেড মান গ্রাহাম টুইটার ব্যবহারকারীদের জল্পনাকে আরও উস্কে দেন। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে উইনফ্রের অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে এলএ টাইমস পত্রিকাকে তিনি বলেন, ‘এটা জনগণের উপর নির্ভর করছে। মানুষ চাইলে তিনি অবশ্যই তা করবেন।’ উইনফ্রের ঘনিষ্ঠ বন্ধু গাইল কিং বলে, ‘ওর বক্তৃতাটা অসাধারণ ছিল। আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল।’

বিভিন্ন সময়ে প্রেসিডেন্ট নির্বাচনে অপ্‌রা উইনফ্রের অংশগ্রহণের প্রসঙ্গ উঠলেও তিনি তা করবেন না বলে জানিয়েছিলেন। তবে গত বছর অক্টোবর মাসে সিবিএসের একটি অনুষ্ঠানে উইনফ্রে বলেছিলেন তিনি কখনোই সরকারী কোনো পদের জন্য নির্বাচনে প্রতিযোগিতা করবেন না। হলিউড রিপোর্টারকেও তিনি আগে একই বক্তব্য দিয়েছিলেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ১২:৪৭ অপরাহ্ণ