নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধোলাইখালে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. মোসলেম (৩৫) নামের এক ব্যক্তি। মোসলেম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মো. সোবাহানের ছেলে।
বুধবার সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মোসলেম জানান, গাড়ির পার্স কেনার জন্য গতকাল রাতে ত্রিশাল থেকে রাজধানীর ধোলাইখালে এসেছিলেন তিনি। তার কাছে থাকা ৪৪ হাজার টাকা খুইয়েছে তিনি। তার সঙ্গে আর কি ছিলো তা মোসলেম সঠিকভাবে বলতে পারছেন না।
মোসলেমকে উদ্ধারকারী মফিজুল ইসলাম জানান, আজ বুধবার সকালে ধোলাইখাল এলাকায় মফিজুলকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

