১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক:

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে এখন নিউজিল্যান্ডে বাংলাদেশের যুবারা। বুধবার ছিল তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি বৃষ্টির কারণে এক বলও মাঠে গড়ায়নি। আবহাওয়ার উন্নতি না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল খেলা। কিন্তু বৃষ্টির কারণে টসও হয়নি, ম্যাচ তো পরের হিসেব।

আগামী ১৩ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল আসরে লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে নামিবিয়ার মোকাবেলা করবে বাংলাদেশের যুবারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ১২:১৫ অপরাহ্ণ