দৈনিক দেশজনতা ডেস্ক:
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান ভুঁইয়া (২০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত রোববার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বিপরীতমুখী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, ঘটনার দিন রাত ১১টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে স্থানীয় নর্থ শ্যালোফোর্ড রোডে বিপরীতমুখী একটি গাড়ির সঙ্গে মিজানুর রহমানের টয়োটা র্যাব-৪ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়িটি রাস্তার পাশে গাছের সঙ্গেও ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া গাড়িতে থাকা তার এক বন্ধুও আহত হয়েছেন। পরে তাকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত মিজানুর রহমান ভুঁইয়া ভাই, বোন ও ভগ্নিপতির সঙ্গে স্থানীয় শ্যাম্বলী সিটিতে বসবাস করতেন। ১৯৯৫ সালে বাবা আব্দুল লতিফ এবং মা রেহানা আকতারের সঙ্গে ডিভিতে যুক্তরাষ্ট্রে যান মিজানুর। তখন তার বয়স ছিল তিন বছর। মা-বাবা বেশকিছু দিন আগে দেশে ফিরে আসলেও থেকে যান তিনি। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়।
দৈনিক দেশজনতা/এন এইচ