বিনোদন ডেস্ক:
বড়পর্দার অভিনেতা আমিন খান। অবশ্য মাঝে ছোটপর্দায় দেখা গেছে তাকে। এবার নতুন একটি সিনেমায় নাম লেখালেন। ‘দুলালের মুখ দেখি’ নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক মিজানুর রহমান লাবু। পরিচালক বলেন, সিনেমার গল্পের চরিত্রটি আমিন খানকে ডিমান্ড করে৷ একজন মধ্যবয়সী সুন্দর চেহারার কাউকে প্রয়োজন ছিল। সেকারণেই তাকে নেওয়া।
তিনি আরো বলেন, ‘দুলালের মুখ দেখি’ নিয়ে জার্নিটা দীর্ঘদিনের৷ এখন মনে হচ্ছে গন্তব্যের কাছাকাছি চলে এসেছি৷ আমি সবসময় পারফেক্ট সিনেমা বানাতে চাই৷ ‘দুলালের মুখ দেখি’ তে আমাকে চেনাতে চাই আমি। সিনেমার নায়িকা এখনও চূড়ান্ত হয়নি। চলতি বছরের মার্চের শেষদিকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানালেন পরিচালক।
দৈনকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

