২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:০০

সমর্থকদের প্রতি এবার রোনালদোর ‘সান্ত্বনা-বার্তা’

স্পোর্টস ডেস্ক:

গোল করে দলকে যখন জেতাতেই পারছেন না, তখন সান্ত্বনা দেওয়া ছাড়া উপায় কি! রিয়াল মাদ্রিদের সমর্থকদের হতাশা দূর করতে এবার সেই কাজটিই করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। দলের ব্যর্থতার হতাশায় মুষড়ে না পরতে রিয়াল সমর্থকদের দিলেন সান্ত্বনা! ইনস্টাগ্রামে এক বার্তা পাঠিয়ে আহ্বান জানালেন শান্ত থাকার! সান্ত্বনা দিয়ে বললেন, সুদিন আসবেই।

স্প্যালিশ লা লিগায় আরও একটি ম্যাচে গোল করতে ব্যর্থ ৫ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। জয় পেতে ব্যর্থ তার দল রিয়ালও। রোববার শীতকালীন বিরতির পর প্রথম লিগ ম্যাচ খেলতে নেমেই পয়েন্ট খুইয়েছে রিয়াল। সেল্টা ভিগোর বিপক্ষে পুরতে হয়েছে ২-২ গোলে ড্র করার হতাশায়। এই ড্রয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১৬ পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল। শুধু বার্সেলোনার চেয়ে পিছিয়েই নয়, রোনালদোর রিয়াল দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়েও ৭ পয়েন্টে পিছিয়ে। এমনকি তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়ার চেয়েও ৫ পয়েন্টে পিছিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল।

পয়েন্ট তালিকার করুণ এই চিত্র দেখে রিয়াল সমর্থকদের হতাশায় মুষড়ে পড়াই স্বাভাবিক। সমর্থকদের কষ্টটা বুঝতে পারছেন রোনালদো।  সমর্থকদের তাই আহ্বান জানালেন হতাশ না হয়ে শান্ত থাকার! রোববার সেল্টা ভিগোর সঙ্গে ওই ড্র করার পর সোমবার মাদ্রিদে নিজের বাসাতেই একা একা জিম করেন ৩২ বছল বয়সী রোনালদো। সমর্থকদের সান্ত্বনা দিতে সেই জিমেরই একটা ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবির নিচে ক্যাপশনে সান্ত্বনা দিয়ে লিখেছেন, ‘ঝড় যত দীর্ঘস্থায়ীই হোক, কোনো ব্যাপার না। মেঘের আড়ালে সব সময়ই সূর্য হাসে। সুদিন আসবেই।’

গত মৌসুমে লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, দুটো শিরোপাই জিতেছে রিয়াল। সব মিলে ২০১৭ সালে সম্ভাব্য ৬টি শিরোপার ৫টিই ঘরে তুলেছে রোনালদোদের রিয়াল। উড়তে থাকা সেই রিয়ালই এ মৌসুমে কেমন ছন্নছাড়া। রোনালদো-করিম বেনজেমারা গোল পাচ্ছেন না। তারই মূল্য দিতে হচ্ছে রিয়ালকে। লিগ শিরোপার আশা বলতে গেলে এরই মধ্যে শেষ হয়ে গেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও জিনেদিন জিদানের দলের পারফরম্যান্স ঠিক রিয়াল সূলভ নয়। টটেনহামের মতো দলের পেছনে থেকে গ্রুপপর্ব শেষ করতে হয়েছে গ্রুপ রানার্সআপ হয়ে! যার খেসারত হিসেবে, দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হতে হচ্ছে উড়তে থাকা পিএসজির।

নেইমার, এডিনসন কাভানি, কিলিয়ান এমবাপেদের উজ্জীবিত পারফরম্যান্সে সত্যি সত্যিই উড়ছে পিএসজি। ধুকছে থাকা রিয়াল সেই পিএসজি বাধা টপকাতে পারবে কিনা, তা নিয়ে সংশয় আছেই। তাই সমর্থকদের প্রতি সান্ত্বনা-বার্তা পাঠালেন হতাশায় ভেঙে না পরার জন্য। এর মাধ্যমে রোনালদো হয়তো সান্ত্বনা দিতে চাইছেন নিজেকেও। দুঃসময়ের মধ্যেও থাকতে চাইছেন আত্মবিশ্বাসী।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৯, ২০১৮ ৪:০৮ অপরাহ্ণ