১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

টাঙ্গাইলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক মো. আজহার আলী, শিক্ষক নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, এসএম আব্দুল আওয়াল, সমরেশ পাল, আব্দুল হালিম, জামাল হোসেনসহ আরো অনেকে। মানববন্ধনে বিভিন্ন কলেজের শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৯, ২০১৮ ৪:০৫ অপরাহ্ণ