১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৭

উ. কোরিয়াকে পারিবারিক পুনর্মিলনের প্রস্তাব দ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়া মঙ্গলবার উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনাকালে আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে দুই কোরিয়ার মধ্যে পারিবারিক পুনর্মিলনের প্রস্তাব দিয়েছে। দুই বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো বিবদমান দেশ দুটির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের সময় অনেক পরিবারের সদস্য পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর এটা দু’দেশের মধ্যে সংঘাতের অন্যতম প্রধান আবেগজ ইস্যু। দক্ষিণ কোরিয়ার উপ একত্রীকরণমন্ত্রী চাং হায়ে সাং সাংবাদিকদের বলেন, দক্ষিণ কোরিয়া নতুন চাঁন্দ্রবর্ষে পারিবারিক পুনর্মিলন আয়োজনের আহ্বান জানিয়েছে। সময়টি পিয়েওঙ্গচাং গেমসের মাঝামাঝিতে পড়ে। খবর এএফপির।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :জানুয়ারি ৯, ২০১৮ ৪:০৩ অপরাহ্ণ