নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময় সংক্ষিপ্ত হয়ে এসেছে। সরকার স্বাধীনতার নামে বাংলাদেশের মানুষকে পরাধীন করে রেখেছে। তবে গুম-খুন করে বিরোধী দল দমনে সরকারের শেষ রক্ষা হবে না। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকাস্থ নরসিংদীবাসী আয়োজিত এক প্রতিবাদ সভায় বিশেষ অতি্থির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। কারণ দেশে এখন গণতন্ত্র, আইনেদর শাসন ও মানুষের মৌলিক অধিকার বলে কিছু নেই। বরং বাস্তবতা হচ্ছে, সত্য কথা বললে ও প্রতিবাদ জানালে তাকে হয় এখন জেলে যেতে হচ্ছে নতুবা গুম হতে হয়।
মঈন খান আরো বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগ সরকারের বিদায় ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। আইনের মাধ্যমে সকল অপকর্মের কড়ায় গণ্ডায় হিসাব নেওয়া হবে। খালেদা জিয়াকে চর্তুথবারের মতো প্রধানমন্ত্রী করে রাষ্ট্র পরিচালনা করব।
বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ।
দৈনিক দেশজনতা /এমএইচ