স্পোর্টস ডেস্ক:
আগের দিনই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, ফের শ্রীলঙ্কা দলের ওয়ানডে ও টি-টুয়েন্টির অধিনায়ক হতে রাজি হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। অপেক্ষা ছিল মঙ্গলবারের আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেই ঘোষণাটি এলো। অধিনায়ক হিসেবেই বাংলাদেশে আসছেন গেল বছর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারের পর নেতৃত্ব ছেড়ে দেওয়া এই অভিজ্ঞ লঙ্কান ক্রিকেটার। নতুন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই ম্যাথুজকে অধিনায়ক করে ১৫ জানুয়ারি ঢাকায় শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের দলও ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সর্বশেষ ভারত সফরের পর থিসারা পেরেরাকে ওয়ানডে ও টি-টুয়েন্টির দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়।
শ্রীলঙ্কা দলে একেবারে নতুন মুখ শিহান মাদুসানাকা। ২২ বছর বয়সী এই পেসার মাত্র ৩টি ফার্স্ট ক্লাস ম্যাচ ও ৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। তবে ২০১৯ বিশ্বকাপকে লক্ষ্য রেখে চন্ডিকা হাথুরুসিংহের পরামর্শে নির্বাচকরা দলে অন্তর্ভূক্ত করেছেন তাকে। এছাড়া ওয়ানডে দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাংলাদেশ থেকে বিদায় নিয়ে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নেওয়ার পর দল নির্বাচনে নিজের স্বাধীনতা চেয়েছিলেন হাথুরুসিংহে। নির্বাচক প্যানেলের অংশ হতে চেয়েছিলেন। কিন্তু শ্রীলঙ্কার ক্রীড়া আইনে নির্বাচক প্যানেলে কোচের অন্তর্ভুক্তির সুযোগ নেই। তবে হাথুরুকে স্বাধীনতা দিতেই ‘অফিসিয়াল সিলেক্টর অন ট্যুর’ নামে নতুন একটি নির্বাচক কমিটিও করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
হাথুরুসিংহে তার প্রথম অ্যাসাইনম্যান্টে নিজের পছন্দ মতোই দল সাজিয়েছেন বলতে হবে। তরুণ পেসার মাদুসানাকাকে তো নিয়েছেনই। তেমননি তার চাওয়াতেই টেস্ট স্পেশালিস্ট তকমা পেয়ে যাওয়া চান্দিমালকেও ফেরানো হয়েছে ওয়ানডেতে। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে নতুন কোচের মন জিতেছেন মেন্ডিসও। এদিকে আবারো অধিনায়কের দায়িত্ব নিয়ে ম্যাথুজ বলেছেন, হাথুরুসিংহের ইচ্ছেতেই এই দায়িত্ব নিয়েছেন তিনি।
১৬ সদস্যের শ্রীলঙ্কা দল :
অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদিপ, দুশমন্ত চামিরা, শিহান মাদুসানাকা, আলিকা ধনাঞ্জয়া, লাকশান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা।
দৈনিকদেশজনতা/ আই সি