নিজস্ব প্রতিবেদক:
গত ১১ ও ১২ ডিসেম্বরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম অপেক্ষামান ভর্তির পর বিভিন্ন ইউনিটে প্রায় ১৫০টি আসন শূন্য আছে। এই ইউনিটগুলোর শূন্য আসনে ২য় অপেক্ষামান ভর্তি আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের সহকারী প্রফেসর আশিস কুমার মন্ডল এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দ্বিতীয় অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের আগামী ১৪ জানুয়ারি সকালে প্রথম পর্যায়ে রিপোর্টিং করতে হবে এবং পরবর্তীতে ঐদিন মেধাক্রম অনুযায়ী ভর্তি গ্রহণ করা হবে।
প্রথম অপেক্ষমান ভর্তির পূর্বে যারা রিপোর্টিং করেছিল শুধু তারাই ২য় অপেক্ষমান তালিকায় ভর্তির জন্য রিপোর্টিং করতে পারবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য (hstu.ac.bd/admission) বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

