স্পোর্টস ডেস্ক:
আগামী ১৫ জানুয়ারি থেকে মিরপুরে শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আর এ সিরিজে টিকেটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। সর্বনিম্ন মূল্য ধার্য করা হয়েছে একশত টাকা। দু’এক দিনের মধ্যেই অনলাইনে অগ্রিম টিকিট ছাড়া হবে। এছাড়া, ম্যাচের দিন বিসিবি’র নির্দিষ্ট বুথে পাওয়া যাবে টিকিট।
সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
টিকিট সেলিং পার্টনার “সহজ ডট কমের” সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া, ত্রিদেশীয় সিরিজে “টিম কিটস পার্টনার” হয়েছে ব্র্যাক ব্যাংক।
সহজ ডট কমে টিকেট কিনতে আইডেন্টিটি গ্রুপ লাগবে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। শিক্ষার্থীদের জন্য কলেজের আইডি কার্ড হলেও চলবে এবং একটা মোবাইল নাম্বার লাগবে। প্রতি মোবাইল নাম্বারের বিপরীতে আপনি সর্বোচ্চ তিনটি টিকেট কিনতে পরবেন। আর যে আইডি কার্ডটা দিচ্ছেন সেখানেও সর্বোচ্চ তিনটি টিকেট কিনতে পারবেন।’
ত্রিদেশীয় সিরিজের টিকেটের মূল্য:
বিসিবি আন্তর্জাতিক লাউঞ্জ : ২০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড: ৫০০ টাকা, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ৩০০ টাকা, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ১৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ১০০ টাকা।
দৈনিক দেশজনতা/এন এইচ