১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫

২৬ ফেব্রুয়ারি ভোট, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি উত্তর সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুর ১২টার পর রাজধানীর শেরে বাংলা নগরের নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কেএম নুরুল হুদা এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৯, ২০১৮ ১২:২৬ অপরাহ্ণ