১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:১৩

নিউজিল্যান্ডের রানের পাহাড়

অনলাইন ডেস্ক :
ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হয়ে ৩৪৪ রানের বড় সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

ব্যাটিংয়ে নেমে টম ল্যাথামের দাপুটে সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৩৪৪ রানের বড় স্কোর করেছে সিরিজে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নিউজিল্যান্ড। ফলে এ ম্যাচ জিততে হলে আয়ারল্যান্ডকে ৩৪৫ রানের বড় লক্ষ্যমাত্রা অতিক্রম করতে হবে।
ল্যাথাম সেঞ্চুরি পূরণ করে ৯টি চার এবং ৪টি ছক্কায় ১১১ বলে ১০২ রান করে আউট হন। এছাড়া টেলর ৫৭ রান ও মুর্নো মাত্র ১৫ বলে ৩টি চার এবং ৪টি ছক্কায় ৪৪ রান করেন। আয়ারল্যান্ডের শেষ ম্যাচ এটি। দেশের মাটিতে অনুষ্ঠিত এ সিরিজের কোনো ম্যাচেই জিততে পারেনি আয়ারল্যান্ড। অপরদিকে আজকের ম্যাচটি জিতলে কিউইদের শিরোপা নিশ্চিত হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার ৯ রানে ১ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড ।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২১, ২০১৭ ৮:২৬ অপরাহ্ণ