নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে এ পর্যন্ত ১৫০ জন চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
রোববার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চত্বরে চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন ক্র্যাশ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
সাঈদ খোকন বলেন, চিকুনগুনিয়া একটি নতুন রোগ। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এ রোগে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না। প্যারাসিটামল খেলেই সর্বোচ্চ সাত দিনের মধ্য জ্বর সেরে যায়। সারা দেশে এ পর্যন্ত ১৫০ জনের মতো এই রোগে আক্রান্ত হয়েছেন। কেউ মারা যায়নি। সরকার এ রোগ সম্পর্কে জনগণকে সচেতন করার চেষ্টা করছে বলে জানান তিনি।
ক্র্যাশ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান। এ ছাড়া ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দৈনিক দেশজনতা/এমএম