২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

কমানো হবে ভ্যাটের হার : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

নিজের অবস্থান থেকে সরে আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কমানো হবে ভ্যাট রেট।  আগামী ১ জুলাই থেকে এটা কার্যকর হবে।

আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) নেতৃবৃন্দের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনা শেষে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আগামী ২৫-২৬ তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে বসে এ হার ঠিক করা হবে। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর করা হবে।

তিনি বলেন, ১৫ শতাংশ ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের আপত্তি রয়েছে। এটাকে কমানোর ব্যবস্থা করা হবে। তবে এটা একটা রেটে করা হবে, কোনো আলাদা ভ্যাট হবে না।

এর আগে বিআইএসর দাবির প্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ইন্স্যুরেন্স কোম্পানির বাৎসরিক নিবন্ধন ফ্রি থাকবে না। এ জন্য ইন্স্যুরেন্স এ্যাক্ট পরিবর্তন করা হবে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২১, ২০১৭ ৮:১৬ অপরাহ্ণ